Saturday, March 24, 2012

কম্পিউটার থাকুক আপনার ঘরে কিন্তু বাহির থেকে দেখে নিন আপনার কম্পিউটার এ কি হচ্ছে।। কম্পিউটার কে হাতের মুঠোয় করে নিন।

 

যা যা করা যাবে,
০১.ফুল ডেস্কটপ আপনার মোবাইল এ দেখতে পাবেন,
০২. ভিডিও কন্ট্রল করতে পারবেন
০৩. PC Off,Restart, Hibernate Log Off
০৪. মোবাইল এ মাউস কন্ট্রল
০৫.কি বোর্ড কন্ট্রল
০৬.টেক্সট সেন্ড
০৫.WINAMP Other Media Player And  Other Applications কন্ট্রল
০৬.ভলিওম কন্ট্রল
এক কথায় বলতে আপনার মাউস ও মনিটর মোবাইলে চলে যাবে। সব কিছু হাতের মুঠোয়
আসুন তাহলে আসল কথাই যায়,
কি কি দারকারঃ
01.  WINAMP v5.X.X.X.X
02.  ControlFreak (Winamp Plugins)
03. নকিয়া  যেকনো  S60 V2  সিরিজের ব্লুতুথ যুক্ত মোবাইল (যেমন, N70,N71,6630,3230,6600,7610,ETC)
04. একটি যেকনো ব্রান্ডের কম্পিটার ব্লুতুথ।

যা যা করতে হবে,
প্রথমে WINAMP Install করুন............



NEXT > বাটনে ক্লিক করতে হবে তার পরের Window থেকে কনো কিছু পরিবরতন না করে NEXT >

NEXT> বাটনে ক্লিক করুন। তারপর Installation Complete এ



চেক বক্স এর চেক টা আনচেক করে Finish বাটনে ক্লিক করতে হবে। যাতে WINAMP ওপেন না হয়।



এই রকম WINDOW আসার পর FINISH বাটনে ক্লিক করতে হবে।





এই Window আসলে Skip বাটনে ক্লিক করতে হবে।

২য় বার ControlFreak Install করতে হবে...........................।


NEXT বাটনে ক্লিক করে WINAMP এর মত কোন কিছু পরিবরতন না করে NEXT > NEXT> বাটনে ক্লিক  করুন।


তারপর Show Readme তে টিক দিয়ে FINISH করুন।

ReadMe.txt টি পড়ে নিলে বেশি ভাল হবে।

৩য় বার যা করতে হবে।

ডেস্কটপ থেকে WINAMP অপেন করুন। তারপর Options বাটনে ক্লিক করুন



এবং Preferences… বাটনে ক্লিক করন


এবার Winamp Preferences Window থেকে General Purpose এ ক্লিক করুন তারপর সাইডের মেনু থেকে

ControlFreak Plug-In V2.22 টে ডাবল ক্লিক করুন।

এখন এই WINDOW থেকে যা যা করতে হবেঃ-

Bluetooth Drive থেকে আপনার ডিভাইস বদল করতে পারবেন।

COM Port থেকে কোন COM Port এ আপনার মোবাইল ডিভাইস কানেক্ট হয়ে আছে তা সিলেক্ট করতে পারবেন।

সব সেষে Start Server এ ক্লিক করে OK করুন।
ব্যাস ।

এবার মোবাইল এ ControlFreak_2.22.sis Install করে অপেন করুন এবং সেখান থেকে অপশন এ গিয়ে কানেক্ট এ ক্লিক করুন। সার্চ হওয়ার পর আপনার কাঙ্খিত ডিভাইস (কম্পিউটার) সিলেক্ট করুন।


আপনার ফোন COM18 এ কানেক্ট হয়েছে অতএব Control Freak Configuration এ COM18 নির্বাচন করতে হবে।

নোটঃ মনে রাখবেন যতক্ষন আপনি মোবাইল রিমট ব্যবহার করবেন ততক্ষন WINAMP অন রাখতে হবে তা না হলে কিন্তু হবে না।

DOWNLOAD LINK





No comments:

Post a Comment

Hi thanks for comment. I am sure approve you.