Saturday, March 24, 2012

বন্ধ করে দিন আপনার কম্পিউটারে ভাইরাসের প্রবেশাধিকার





আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা জানি যে ভাইরাস নামক দুষ্ট পোগ্রাম আমাদের কত ভোগান্তিতে ফেলে। শুধু মাত্র এন্টিভাইরাস বা টোটাল প্রটেকসনই যথেষ্ট না। একটি কম্পিউটারকে সম্পূর্নরূপে কার্যকর রাখতে হলে দরকার কিছু নিয়ম মাফিক ব্যাবহার, ঘাবরাবেন না যেন এই নিয়ম কোন জটিল প্রক্রিয়া না। খুবই সহজ। যাইহোক মুল কথায় ফিরে আসি, ভাইরাস (আমরা এক কথায় যা বুঝি) আমাদের কম্পিউটারে একা একা প্রবেশ করতে পারে না, ভাইরাসের প্রবেশের জন্য ফ্লাস ড্রাইভ বা সিডি/ডিভিডি এর মাধ্যমে আমাদের কম্পিউটারে প্রবেশ করে। ভাইরাসকে কম্পিটারে প্রবেশ করানোর জন্য একটি অটোরান কাজ করে। এই অটোরান কম্পিটারকে ইন্সট্রাকশন দেয় যেন কম্পিটার ভাইরাস বাহি  পোগ্রামকে রান করে। ভাইরাস অনেক ধরণের হয় আমি এ ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করব না। এখন আমারা যদি এই সব ধরনের অটোরানকে বন্ধ করে দেই তা হলে আমাদের কম্পিটারে ৫০% ভাইরাস প্রবেশের আশংকা কমে যায়। আর বাকি ৫০% কাজ আমাদেরকে করতে হবে। ফ্লাস ড্রাইভ বা সিডি/ডিভিডি থেকে অপরিচিত কোন পোগ্রামকে রান করব না এবং আপডেটেড এন্টিভাইরাস ব্যাবহার করব। এখানে এন্টি ভাইরাস সম্পর্কিত নতুন কোন পোস্ট করলাম না ।

কম্পিউটারের অটোরান বন্ধ করার জন্য যা যা রতে হবেঃ
প্রথমে নিচের লিখা টুকু কপি করে নিন
REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\IniFileMapping\Autorun.inf]
@="@SYS:DoesNotExist"
তারপর আপনার কম্পিউটারের নোটপ্যাডটি ওপেন করে নিন, এরপর নোট প্যাড এ পেস্ট করে দিন।

Snap

Snap Short
পেস্ট করার পর ফাইল এ ক্লিক করে সেভ এস অপসন টি নির্বাচন করুন, এরপর সেভ ডায়ালগ বক্স থেকে সেভ এস টাইপ অপসন টি ক্লিক করে অল ফাইল নির্বাচন করেন এবং সর্ব শেষে ফাইল নেম এ যা ইচ্ছা লিখে শেষে   .reg লিখে সেভ করুন। ব্যাস এবার এই ফাইলটিতে ডাবল ক্লিক করে marge করে নিন।
কষ্ট করে এত ক্ষণ আমার এই ক্ষুদ্র প্রয়াসটি পড়ার জন্য ধন্যবাদ, যে কোন ধরণের মন্তব্য সাদরে গ্রহন করব।



1 comment:

  1. vaia apner post gula khub valo lagce. but post barascen na keno? plz update ur post.

    ReplyDelete

Hi thanks for comment. I am sure approve you.